সেদিন মনে হয় আমার ছুটির দিন ছিলো কিংবা আমি অসুস্থতার কারণে অফিসে যেতে পারিনি। তাই শুয়ে শুয়ে CoC খেলতেছিলাম। Troops ট্রেইন করতে দিয়ে আমি গেম থেকে বের হয়ে এসে আর্টিকেল পড়তেছিলাম। বিষয়বস্তু ছিলো "Simulation hypothesis"। আমার হঠাৎ তখন মনে প্রশ্ন জাগলো, আচ্ছা তাহলে আমি যখন গেমে থাকিনা তখন গেমের ট্রুপসগুলা আসোলে কি করে?